ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

খিলক্ষেত থেকে একজনের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৩, জানুয়ারি ২৯, ২০১৯
খিলক্ষেত থেকে একজনের মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর খিলক্ষেত থেকে সেলিম ওরফে বৃষ্টি (৫০) নামে তৃতীয় লিঙ্গের (হিজড়া) একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৮ জানুয়ারি) দিনগত রাতে ঘটনাটি ঘটলেও মঙ্গলবার (২৯ জানুয়ারি) ভোরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত বৃষ্টি রাজধানীর ভাটারা এলাকায় থাকতেন।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এবিএম আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পাশে ডোবা সংলগ্ন ঝোপঝাড় থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।  

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনা উদঘাটনে পুলিশ কাজ করছে।  

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ