ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

সৈয়দপুরে স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৬, জানুয়ারি ২৭, ২০১৯
সৈয়দপুরে স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নে নজরুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী সালমা খাতুনকে (৪৫) গলা কেটে করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৬ জানুয়ারি) দিনগত রাত ২টার দিকে ওই ইউনিয়নের বালাপাড়া এলাকায় নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।  

এলাকাবাসী সূত্রে জানা যায়, বালাপাড়া এলাকার একটি ফাঁকা জায়গায় অবস্থিত বাড়িতে বসবাস করতো স্বামী-স্ত্রী ও তাদের একজন কর্মচারী।

গভীর রাতে দুর্বৃত্তরা বাড়ির ভেতরে ঢুকে নজরুল ইসলাম ও পরে তার স্ত্রী সালমা খাতুনকে গলা কেটে হত্যা করে। এসময় গরু-ভেড়া পালনকারী কর্মচারী আব্দুর রাজ্জাক এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, নিহত নজরুল ইসলাম ও তার স্ত্রী সালমা খাতুন পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের সোনাপুকুর চাকলার বাসিন্দা। পরিবার নিয়ে সৈয়দপুর শহরের দারুল উলুম এলাকায় থাকতেন। খাতামধুপুর ইউনিয়নের বালাপাড়া এলাকায় গবাদিপশুর খামার গড়ে তোলায় সেখানে মাঝে-মধ্যে থাকতেন তারা।  

এ ঘটনার খবর পেয়ে রোববার (২৭ জানুয়ারি) সকালে ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল ও সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা।

সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি ও আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী মর্গে পাঠানো হচ্ছে।

খাতামধুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জুয়েল চৌধুরী বাংলানিউজকে বলেন, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাবেক ওই কর্মচারি বালাপাড়ায় গবাদিপশুর খামার গড়ে তুলেছেন। ফাঁকা জায়গার কারণে দুর্বৃত্তরা তাদের স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে। কিন্তু কোনো মালামাল খোয়া যানি।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।