ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

জাতীয়

কালিহাতীতে ট্রেনের ধাক্কায় লরির চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৬, জানুয়ারি ২২, ২০১৯
কালিহাতীতে ট্রেনের ধাক্কায় লরির চালক নিহত দুর্ঘটনা কবলিত গাড়ি। ছবি বাংলানিউজ

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে একটি লরি রেললাইনের ওপর উঠে যায়। এসময় ট্রেনের ধাক্কায় ওই লরির চালক রহমত আলীর (৫৫) মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি কিশোরগঞ্জে।



বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী লবণ ভর্তি একটি ট্রাক উপজেলার আনালিয়াবাড়ি পৌঁছালে অপর দিক থেকে ঢাকাগামী একটি লরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে লরিটি পাশের রেললাইনের ওপর উঠে যায়। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি লরিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই লরির চালক নিহত হন।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।