ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

জাতীয়

লঞ্চের কেবিন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৮, জানুয়ারি ১৭, ২০১৯
লঞ্চের কেবিন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা): সদরঘাট লঞ্চ টার্মিনালের একটি লঞ্চের কেবিন থেকে মেহেদী হাসান নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১৬ জানুয়ারি) রাতে মরদেহ উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, মেহেদী লঞ্চ টার্মিনালের টিপু-৭ লঞ্চের ৩১৮ নং কেবিনে শুয়ে ছিল।

লঞ্চের স্টাফরা তাকে খাবার দিতে গিয়ে দেখেন তিনি মারা গেছেন। পরে তার কাছে থাকা মোবাইল ফোন দিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায় মেহেদী দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিল।

ধারণা করা হচ্ছে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে জানান ওসি রাজ্জাক।

বাংলাদেশ সময়: ০৩২৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।