ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

জাতীয়

খুলনায় ১০০ লিটার মদসহ আটক ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:১৭, জানুয়ারি ১৫, ২০১৯
খুলনায় ১০০ লিটার মদসহ আটক ১ বাংলা মদসহ আটক ১। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ১০০ লিটার বাংলা মদসহ আব্দুল হাকিম নামে একজনকে আটক করেছে পুলিশ। 

সোমবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শহরের হেলাতলা মোড়ের ২১ নম্বর কাউন্সিলর কার্যালয়ের উত্তর পাশ থেকে তাকে আটক করা হয়। এসময় বসন্ত বাবু নামে তার সহযোগী পালিয়ে যান।

আটক হাকিম টুটপাড়া জাকারিয়া সড়কের মৃত ইলমাত আলী শেখের ছেলে।

অভিযানে উপস্থিত ছিলেন- খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার সরদার রাকিবুল ইসলাম, কেএমপির অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ০০১৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।