ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

মুন্সিগঞ্জে ডিসি পার্ক উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৪, জানুয়ারি ১২, ২০১৯
মুন্সিগঞ্জে ডিসি পার্ক উদ্বোধন ডিসি পার্ক উদ্বোধন ও আলোচনা সভা। ছবি: বাংলানিউজ

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে ডিসি পার্ক উদ্বোধন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ। 

শনিবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের পুরাতন কাচারি এলাকার ডিসি পার্কে এসে শেষ হয়।

পরে ফিতা কেটে পার্কের উদ্বোধন করা হয়।  

জেলা প্রশাসক সায়লা ফারজানার পরিকল্পনা ও বাস্তবায়নে ৪১ শতাংশ সরকারি সম্পত্তির ওপর পার্কটি নির্মাণ করা হয়।

পরে জেলা প্রশাসকের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সায়লা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্বোধক জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ আব্দুল হাই তালুকদার প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।