ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

বর্ণাঢ্য আয়োজনে সিলেটে বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১১, জুলাই ১, ২০২৫
বর্ণাঢ্য আয়োজনে সিলেটে বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিলেট: ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে দেশের জনপ্রিয় ও শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।  

মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টায় সিলেট জেলা প্রেসক্লাব কার্যালয়ে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়।

এতে বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসন, সাংবাদিক ও পেশাজীবী মানুষের মিলনমেলায় পরিণত হয় ক্লাব প্রাঙ্গণ।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম সিলেটের সিনিয়র করেসপন্ডেন্ট মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় অতিথিদের আমন্ত্রণ জানান বাংলানিউজের সিলেটের ফটো করেসপন্ডেন্ট মাহমুদ হোসেন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট হাসান নাঈম।  

কেক কাটা অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, সিলেট জেলা জামায়াতের আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, মহানগর বিএনপির  সাধারণ সম্পাদক এমদাদ আহমেদ চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, জেলা পুলিশের হেল্প ডেস্ক ইনচার্জ ছাহাবুল ইসলাম ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের কোষাধ্যক্ষ জহির হোসেন তুহিন।  

মিডিয়া ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সাবেক সভাপতি ও সিলটিভির সিইও আল আজাদ, দেশ বার্তার আঞ্চলিক সম্পাদক সিনিয়র সাংবাদিক নর্থইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন সিলেটের নিজস্ব প্রতিবেদক শাহ দিদার আলম নবেল, সিনিয়র সাংবাদিক ইউএনবির সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসীন, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য শফিকুর রহমান চৌধুরী, কামাল আহমদ, দৈনিক কালের কণ্ঠের সিলেট ব্যুরো প্রধান ইয়াহ্য়া ফজল, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল কবির পাভেল, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আনিসুর রহমান, ইমজা সাধারণ সম্পাদক সাকিব আহমেদ মিঠু, অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমেদ হেলাল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান তালুকদার, সিলেট জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, ক্লাব সদস্য ও যুগভেরীর ফটো সাংবাদিক রনজিত সিংহ, সিলেট মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মাসুদ আহমেদ রনি ও সদস্য সচিব শহীদুল ইসলাম, নিসচার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিশু।  

সাংবাদিকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- দৈনিক শ্যামল সিলেটের সিনিয়র রিপোর্টার আতিকুল ইসলাম নগরী ও স্টাফ রিপোর্টার সোহাগ আহমদ, নিউজ২৪ এর সিলেট প্রতিনিধি নাজাত আহমেদ পুরকায়স্থ, বাংলাভিশনের ভিডিও জার্নালিস্ট আজমল আলী, শ্যামল সিলেটের ফটো সাংবাদিক রেজা রুবেল, যমুনা টেলিভিশনের সিলেট অফিসের ভিডিও জার্নালিস্ট শাহিন আহমেদ, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য জয়ন্ত কুমার দাস, শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার তাইনুল ইসলাম আছলাম, বার্তা২৪ এর স্টাফ রিপোর্টার মশাহিদ আলী, আজকের পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার রোম্মান আহমেদ, দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার আলি হায়দার মিদুল, দৈনিক নয়া দিগন্তের মাল্টিমিডিয়া রিপোর্টার মহসিন রনি, দৈনিক একাত্তরের কথার স্টাফ রিপোর্টার লোকমান আহমেদ, নিউজ২৪ এর ভিডিও জার্নালিস্ট সেলিম আহমেদ, ডিবিসি সিলেট অফিসের ভিডিও জার্নালিস্ট সাকিব আহমেদ, ডিবিসি নিউজের নয়ন সরকার, সাংবাদিক ফাহিম আহমদ, নতুন সিলেটের স্টাফ রিপোর্টার সুহেল আহমদ।  

অনুষ্ঠানে বাংলানিউজের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রিত অতিথিরা বলেন, ডিজিটাল যুগে বাংলানিউজ হচ্ছে আয়নার মতো একটি প্রতিষ্ঠান। রাত-বিরাতে দেশের প্রয়োজনীয় সব খবরাখবর নিতে আমাদের ভরসার জায়গা হলো বাংলানিউজ। আমরা বিশ্বাস করি, জুলাই আন্দোলনে দেশের মানুষকে সঠিক তথ্য দিয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে প্রতিষ্ঠানটি। নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামীতেও এ ধারা অব্যাহত রাখবে বলে আমাদের বিশ্বাস। বাংলানিউজের প্রতি মানুষের প্রত্যাশা অনেক।

উল্লেখ্য, ‘সংবাদ বিনোদন সারাক্ষণ’ স্লোগানকে সামনে রেখে ২০১০ সালের ১ জুলাই যাত্রা শুরু করে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের এ সংবাদ প্রতিষ্ঠানটি।

এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।