ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

জাতীয়

চুনারুঘাটে বড় ভাইকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৭, নভেম্বর ২৯, ২০১৮
চুনারুঘাটে বড় ভাইকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটে পারিবারিক কলহের জের ধরে জয়নাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছেন তার ছোট ভাই জালাল মিয়া।

মঙ্গলবার (২৭ নভেম্বর) রাতে হামলার শিকার হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৮ নভেম্বর) মারা যান জয়নাল।  

জয়নাল ও জালাল মিয়া উপজেলার সদর ইউনিয়নের উত্তর নরপতি খামাড়পাড়ার মৃত আব্দুল হালীমের ছেলে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বাংলানিউজকে জানান, সিএনজি চালিত অটোরিকশা কেনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে মঙ্গলবার দিবাগত রাতে জয়নালের মাথায় দা দিয়ে আঘাত করেন জালাল মিয়া। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান জয়নাল।

ওসি আরো জানান, ঘটনার পর থেকে ঘাতক জালাল মিয়া পলাতক। এ ব্যাপারে নিহতের অপর ভাই বাদী হয়ে মামলা করেছেন।  

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।