ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

জাতীয়

বুড়িচংয়ে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৩, নভেম্বর ২৭, ২০১৮
বুড়িচংয়ে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুর রব নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার কংশনগর এলাকায় এ দুর্ঘটনা। রব কুমিল্লার দেবিদ্বার উপজেলার পুরানবাজার এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।

প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, মহাসড়কের কংশনগর এলাকায় ক্যান্টনমেন্টগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সিলেটগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় অটো চালক রব। এ সময় আহত হয়েছেন অটোর দুই যাত্রী। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।