ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

সলঙ্গায় ফেনসিডিলসহ চালক-হেলপার আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৬, নভেম্বর ১২, ২০১৮
সলঙ্গায় ফেনসিডিলসহ চালক-হেলপার আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে অভিযান চালিয়ে ৪৪০ বোতল ফেনসিডিলসহ ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা। 

সোমবার (১২ নভেম্বর) ভোর ৬টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের চড়িয়া কালীবাড়ী এলাকায় মেসার্স সমবায় পেট্রোলিয়ামে এ অভিযান চালানো হয়।  

আটক চালক ও হেলপার হলেন- ট্রাক চালক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসার্ট গ্রামের মর্তুজা আলমের ছেলে মো. সেলিম রেজা (৩০) ও হেলপার কানসার্ট বহলাবাড়ী গ্রামের মো. আব্দুস সামাদের ছেলে মতিউর রহমান (৪৫)।

দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২, সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. রওশন আলী।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, ট্রাকে করে ফেনসিডিল পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে চড়িয়া কালীবাড়ী মেসার্স সমবায় পেট্রোলিয়ামে অভিযান চালানো হয়। এ সময় ৪৪০ বোতল ফেনসিডিলসহ ট্রাকটি জব্দ করা হয় এবং চালক ও হেলপারকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, নভেম্বর ১২,  ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।