ঢাকা, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

রায় কার্যকর চায় মাহবুবুবের পরিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২১, অক্টোবর ১১, ২০১৮
রায় কার্যকর চায় মাহবুবুবের পরিবার গ্রেনেড হামলায় নিহত মাহবুবুর রশিদের বাবা-মা

কুষ্টিয়া: বর্বরোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় ১৪ বছর পর বুধবার (১০ অক্টোবর) রায় দিয়েছেন আদালত। এ রায়ে ১৯ জনের মৃত্যুদণ্ড ও ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন গ্রেনেড হামলায় নিহত ল্যান্স করপোরাল (অব.) মাহবুবুর রশিদের (তৎকালীন বিরোধীদলীয় নেত্রী  ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার  দেহরক্ষী) পরিবার।  

বুধবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রায় নিয়ে বাংলানিউজের কাছে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন মাহবুবুরের পরিবার।

 

মাহবুবুরের ভাই মামন-অর-রশিদ বাংলানিউজকে বলেন, এ রায়ে আমরা সস্তুষ্ট। তবে অনতিবিলম্বে এর রায় কার্যকর করা হোক।  

নিহত মাহবুবুরের বাবা হারুন-অর-রশিদ বাংলানিউজকে বলেন, আদালত যে রায় দিয়েছেন আমরা তা মেনে নিয়েছি। তবে যত দ্রুত সম্ভব তাদের রায় কার্যকর করা হোক। সেই সঙ্গে ওই নির্মম হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদেরও ফাঁসি দেওয়া হোক।  

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বর্বর গ্রেনেড হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসময় দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারান তখনকার বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার দেহরক্ষী মাহবুবুর রশিদ।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।