ঢাকা, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

মামলার ১২টি পয়েন্টের উপর ভিত্তি করে রায় দেওয়া হয়েছে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৮, অক্টোবর ১০, ২০১৮
মামলার ১২টি পয়েন্টের উপর ভিত্তি করে রায় দেওয়া হয়েছে ব্রিফ করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। ছবি: বাংলানিউজ

ঢাকা:  ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ১২টি পয়েন্টের উপর ভিত্তি করে আদালত রায় দিয়েছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। 

তিনি বলেছেন, ২১ আগস্ট একটি ন্যাক্কারজনক হত্যাকাণ্ড। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতেই এ হামলা চালানো হয়েছিলো।

আদালত মামলার ১২টি পয়েন্টের উপর ভিত্তি করে রায় ঘোষণা করেছেন। মামলায় সাবেক প্রতিমন্ত্রী লূৎফজ্জামান বাবার, বিএনপি নেতা আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে ফাঁসি দেওয়া হয়েছে। আর তারেক রহমান, হারিছ চৌধুরীসহ ১৯জনকে যাবজ্জীবন দণ্ড হয়েছে।  

বুধবার (১০ অক্টোবর) দুপুরে রায় ঘোষণা শেষে আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট কাজল এসব কথা বলেন।  


বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮ 
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।