ঢাকা, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

মাদারগঞ্জে ১২০ বস্তা চাল জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৬, অক্টোবর ১০, ২০১৮
মাদারগঞ্জে ১২০ বস্তা চাল জব্দ চালের বস্তা।

জামালপুর: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১২০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৯ অক্টোবর) রাতে উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতেরপাড়া মোড়ে ব্যবসায়ী সাইদুর রহমানের দোকান থেকে চালের বস্তাগুলো জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে সাতটার দিকে বাজিতেরপাড়া মোড়ে ব্যবসায়ী সাইদুর রহমানের দোকানের পেছনে গুদামে অভিযান চালানো হয়।

অভিযানের সময় ওই গুদামে মজুদ প্রতিটি ৩০ কেজি ওজনের ১২০ বস্তা চাল জব্দ করা হয়। চালের বস্তাগুলো সরকারের চলমান খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে বিক্রি করার চাল। এই চালের বস্তাগুলো কালোবাজারে বিক্রির সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

চালের বস্তাগুলো রাতে স্থানীয় একজনের হেফাজতে রাখা হবে। বুধবার সকালে (১০ অক্টোবর) চালের বস্তাগুলো মাদারগঞ্জ থানায় নেওয়া হবে।

এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হবে বলেও জানান ইউএনও আমিনুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।