ঢাকা, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে মান্দাভাইয়ার শ্রদ্ধা নিবেদন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০০, অক্টোবর ১০, ২০১৮
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে মান্দাভাইয়ার শ্রদ্ধা নিবেদন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন মানসুক মান্দাভাইয়া

ঢাকা: ভারতের কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন, হাইওয়ে, শিপিং বিষয়ক প্রতিমন্ত্রী মানসুখ মান্দাভাইয়া বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা নিবেদন করেছেন।

মঙ্গলবার (৯ অক্টোবর) ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা জানান তিনি।  ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, তিনদিনের সফরে সোমবার (৮ অক্টোবর) ঢাকায় আসেন ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহন প্রতিমন্ত্রী মানসুখ মান্দাভাইয়া। মঙ্গলবার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় জাদুঘরের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন মান্দাভাইয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রাজেশ উইকি, থার্ড সেক্রেটারি বিশাল জ্যোতি দাশ প্রমুখ।

ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহন প্রতিমন্ত্রী মানসুখ মান্দাভাইয়া ‘দ্বিতীয়  সাউথ এশিয়া মেরিটাইম অ্যান্ড লজিস্টিক ফোরাম’-এর বৈঠকে যোগ দিতে ঢাকায় এসেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।