ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

ঝিনাইদহে মাদকবিরোধী সাইকেল র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৮, অক্টোবর ৯, ২০১৮
ঝিনাইদহে মাদকবিরোধী সাইকেল র‌্যালি মাদকবিরোধী সাইকেল র‌্যালি

ঝিনাইদহ: ‘মাদককে না বলি, সুস্থ সামাজিক পরিবেশ গড়ি’ এ স্লোগানে ঝিনাইদহে মাদকবিরোধী সাইকেল র‌্যালি হয়েছে।

মঙ্গলবার (৯ অক্টোবর) সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে র‌্যালিটি বের করা হয়।  

ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের গ্রিন এনভায়রনমেন্ট কনসার্স সেলের শিক্ষার্থীরা এ র‌্যালির আয়োজন করে।

র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) সরোজ কুমার নাথ।

র‌্যালিটি শহর থেকে শুরু হয়ে কালীগঞ্জ, কোটচাঁদপুর উপজেলা হয়ে মহেশপুর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কলেজে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী পথনাটক। মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি ও যানবাহনের দুষণমুক্ত ভ্রমণ এ আয়োজনের উদ্দেশ্য।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।