ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

কবি নজরুলের আদর্শকে ধারণ করলেই তাকে সম্মান করা যাবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২২, অক্টোবর ৯, ২০১৮
কবি নজরুলের আদর্শকে ধারণ করলেই তাকে সম্মান করা যাবে কবি কাজী নজরুলের প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা

ময়মনসিংহ: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এ.এইচ.এম. মোস্তাফিজুর রহমান বলেছেন, কবি কাজী নজরুল ইসলামের আদর্শকে ধারণ করা গেলেই কেবল তাকে সম্মান করা যাবে।

সোমবার (০৮ অক্টোবর) বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম প্রয়াণ দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।

উপাচার্য বলেন, কবি নজরুল শুধু কবি ছিলেন না, তিনি ছিলেন বহুমূখী প্রতিভার অধিকারী।

কবির লেখা যতই পড়ি, ততই তার প্রেমে পড়ি। তবে কবির লেখা শুধু পড়লেই হবে না, তার আদর্শকে ধারণ করতে হবে। কবির সেই আদর্শকে ধারণ করতে পারলেই কেবল তাকে সম্মান করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সুব্রত কুমার দে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সুজিত সরকার এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।  

স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। আলোচনা সভায় ‘নজরুল-সত্তার রূপান্তর: কাব্য থেকে সংগীত’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন সঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রশিদুন্ নবী।

বাংলাদেশ সময়: ০০১৭ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮ 
এমএএএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।