ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৮, অক্টোবর ৯, ২০১৮
নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

নাটোর: নাটোরের নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে রঞ্জু মোল্লা (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (০৮ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

রঞ্জুর বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার আলোকদিয়া গ্রামে।

মানসিক প্রতিবন্ধী রঞ্জু দীর্ঘদিন ধরে তার আত্মীয়ের বাড়ি নলডাঙ্গার নওপাড়া গ্রামে থাকতেন।

নলডাঙ্গা পৌরসভার সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল হোসেন বাংলানিউজকে জানান,  বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেন এসে দাঁড়ায়। এসময় প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা রঞ্জু ওই ট্রেনের নিচ দিয়ে পার হতে গেলে ট্রেনটি চলতে শুরু করে। এতে তার ডান পায়ের হাঁটুর নিচ থেকে এবং বাম পায়ের আঙ্গুল কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল ও পরে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।