ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

জাতীয়

নেত্রকোনায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেলো স্কুলছাত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০১, অক্টোবর ৫, ২০১৮
নেত্রকোনায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেলো স্কুলছাত্রী বাল্য বিয়ে থেকে রক্ষা পেলো স্কুলছাত্রী

নেত্রকোনা: নেত্রকোনার বারহাট্টা উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেলো শাহিদা আক্তার শামিমা নামে এক স্কুলছাত্রী।

শুক্রবার (০৫ অক্টোবর) দুপুরে উপজেলার ছালিপুরা গ্রামে শামিমার নিজ বাড়িতে আয়োজিত বিয়েটি বন্ধ করে দেন ইউএনও।

শামিমা একই উপজেলার ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

সে গ্রামপুলিশ আব্দুল খালেকের মেয়ে।

ইউএনও ফরিদা ইয়াসমিন বাংলানিউজকে বলেন, সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার জুয়েল মিয়ার সঙ্গে শাহিদার বিয়ে ঠিক হয়। খবর পেয়ে বিয়ে পড়ানোর আগেই উপস্থিত হই। বিষয়টি টেরে পেয়ে বরসহ তার সঙ্গে আসা লোকজন পালিয়ে যায়।

এসময় বাল্য বিয়ের কুফল সম্পর্কে শামিমার পরিবারকে অবগত করেন ইউএনও। পাশাপাশি বাল্য বিয়ের বিরুদ্ধে আইনানুগ কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।