ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

জাতীয়

কোটার দাবিতে প্রতিবন্ধী শিক্ষার্থীরাও শাহবাগে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৩, অক্টোবর ৫, ২০১৮
কোটার দাবিতে প্রতিবন্ধী শিক্ষার্থীরাও শাহবাগে কোটার দাবিতে শাহবাগে প্রতিবন্ধী শিক্ষার্থীরা

ঢাকা: সরকারি চাকরিতে পাঁচ শতাংশ প্রতিবন্ধী কোটা বহালের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে প্রতিবন্ধী শিক্ষার্থীরাও।

শুক্রবার (৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে শাহবাগ মোড়ে তারা অবস্থান নেন। বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে ২০-২৫ জন শিক্ষার্থী কর্মসূচিতে রয়েছেন।



পরিষদের যুগ্ম-আহ্বায়ক রুবেল মিয়া বাংলানিউজকে বলেন, আমরা কোটা বাতিলের প্রজ্ঞাপন প্রত্যাহার দাবি করছি। আমাদের পাঁচ শতাংশ কোটা পুনর্বহাল দাবি করছি।
কোটার দাবিতে শাহবাগে প্রতিবন্ধী শিক্ষার্থীরা
বিকেল ৫টায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬ ১৭ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৮
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।