ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

জাতীয়

আগরতলায় সিআইটিইউ'র প্রতিবাদ সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৪, অক্টোবর ৫, ২০১৮
আগরতলায় সিআইটিইউ'র প্রতিবাদ সভা সিআইটিইউ'র প্রতিবাদ সভা-ছবি-বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর সাধারণ মানুষের মধ্যে কাজ, খাদ্যের তীব্র সঙ্কট চলছে বলে অভিযোগ করেছে বামফ্রন্ট সমর্থিত শ্রমিক সংগঠন সিআইটিইউ। 

ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষের জন্য খাদ্য, কাজ এবং আসন্ন দুর্গা পূজার আগে ন্যায্য বেতন, বোনাস প্রদানের দাবিতে আগরতলায় এক প্রতিবাদ সভার আয়োজন করে সিআইটিইউ'র ত্রিপুরা রাজ্য কমিটি। শুক্রবার (৫ অক্টোবর) দুপুরে আগরতলার সিটি সেন্টারের সামনে এই সভার আয়োজন করা হয়।

 

এতে উপস্থিত ছিলেন সিআইটিইউ'র ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি তথা সাবেক মন্ত্রী মানিক দে, সম্পাদক তথা এমপি শঙ্কর প্রাসাদ দত্তসহ অন্য নেতারা।  

সাবেক মন্ত্রী মানিক দে বলেন, ভারতের কেন্দ্রের ও রাজ্যের উভয় সরকারই বিজেপি'র। এই অবস্থায় সাধারণ মানুষের জন্য কাজ ও খাদ্যের কোনো অভাব থাকার কথা ছিলো না। কিন্তু উভয় সরকার মানুষের কল্যাণের বিষয়ে উদাসীন। তাই রাজ্যের এতো খারাপ অবস্থা।

বাংলাদেশ সময়: ১৪২২ঘণ্টা, ৫ অক্টোবর, ২০১৮
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।