ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

জাতীয়

ভুয়া প্রশ্নফাঁসের ঘটনায় আটক ১০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২১, অক্টোবর ৫, ২০১৮
ভুয়া প্রশ্নফাঁসের ঘটনায় আটক ১০ প্রতীকী ছবি

ঢাকা: এমবিবিএস ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ১০ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এদের মধ্যে তিনজন প্রশ্নবিক্রেতা, তিন শিক্ষার্থী ও চারজন অভিভাবক।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) দিনগত রাতে রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকেরা হলেন- প্রশ্নবিক্রেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমান, ডেফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এহসানুল হক ও কর কর্মকর্তা আবুল হাসান শান্ত, প্রশ্ন কিনতে আসা শিক্ষার্থী জাহিদুল ইসলাম রনি, রকিবুল হাসান হৃদয় ও মাহিমা আফরোজ এবং অভিভাবক খলিলুর রহমান, মো. মাহবুবুর রহমান, আব্দুল মান্নান ও তার স্ত্রী হাসিনা আক্তার।

এসময় তাদের কাছ থেকে ভুয়া প্রশ্ন, বই, বেশ কিছু মোবাইল ফোন ও নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।  

ডিবি উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মশিউর রহমান জানান, মহাখালীতে অভিযান চালিয়ে দুই ভুয়া প্রশ্নবিক্রেতাকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে প্রশ্ন কিনতে আসা তিন শিক্ষার্থী ও চার অভিভাবককে আটক করা হয়েছে।

তিন প্রশ্ন বিক্রেতাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, ফেসবুকে একটি গ্রুপ থেকে তারা প্রশ্ন ফাঁস করার পোস্ট দেয়। তারা প্রশ্নের কপি দেবে না, তবে পরীক্ষার্থীদের উত্তর মুখস্ত করিয়ে দেবে বলে জানায়। এতে পরীক্ষার্থীদের অভিভাবকরা তাদের সঙ্গে বার বার যোগাযোগ করে এবং ১০-১২ লাখ টাকার বিনিময়ে তারা এমবিবিএস পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার কথা বলে। সেই অনুযায়ী গত রাতে মহাখালীতে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা প্রশ্নপত্র নিতে আসলে তাদের আটক করা হয়।

আশিকুর রহমান, এহসানুল হক ও আবুল হাসান শান্ত তিনজনেই প্রতারক। তারা ভুয়া প্রশ্নফাঁসের কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৮
পিএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।