ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

জাতীয়

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি হাসিনা সরকারের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৭, অক্টোবর ৫, ২০১৮
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি হাসিনা সরকারের জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন

নিউইয়র্ক: “মাদকের ছোবল প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা ও ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে শেখ হাসিনা সরকার। এই অপরাধের সাথে যারা যুক্ত তাদেরকে কঠিন হাতে মোকাবিলা করা হচ্ছে, আর এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা হল ‘আমরা জঙ্গীবাদ দমন করেছি, এখন মাদকের ছোবল থেকে দেশ বাঁচাতে পদক্ষেপ নিয়েছি” –জাতিসংঘের চলতি ৭৩তম অধিবেশনের তৃতীয় কমিটির আওতায় ‘আন্তর্জাতিক মাদক নিয়ন্ত্রণ’ এজেন্ডার আলোচনায় অংশ নিয়ে একথা বলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

রাষ্ট্রদূত মাসুদ তার বক্তব্যে  সম্প্রতি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৩তম অধিবেশনের হাই-লেভেল সপ্তাহে ‘গ্লোবাল কল টু অ্যাকশান অন ওয়ার্ল্ড ড্রাগ প্রবলেম’ শীর্ষক উচ্চ পর্যায়ের ইভেন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদান এবং সেখানে বিশ্ব মাদক সমস্যার কার্যকর সমাধান ও প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বনেতাবৃন্দ যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার উল্লেখ করেন।

রাষ্ট্রদূত মাসুদ বলেন, মাদকের ছোবলে আমাদের যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট হোক তা কোনোভাবেই আমরা হতে দেব না।

মাদক নিয়ন্ত্রণ, মাদকের অবৈধ ব্যবসা ও চোরাচালান বন্ধে সরকারের বিভিন্ন সংস্থা যে সকল কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে তার উল্লেখ করেন তিনি। এক্ষেত্রে প্রতিবেশি দেশসমূহের সাথে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষর এবং সীমান্তে মাদক নিয়ন্ত্রণে ঘনিষ্ট সহযোগিতা রক্ষার মাধ্যমে বাংলাদেশ কাজ করে যাচ্ছে মর্মে উল্লেখ করেন  স্থায়ী প্রতিনিধি।

রাষ্ট্রদূত মাসুদ বলেন, “আমরা বিশ্বাস করি, আন্তর্জাতিক সম্প্রদায় সম্মিলিত প্রচেষ্টা, রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং অংশীদারিত্বের ভিত্তিত্বে মাদকের অভিশাপ থেকে রক্ষা পেতে কার্যকর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হবে। ”

বাংলাদেশ সময়: ০৪৩২ ঘণ্টা, ০৫ অক্টোবর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।