ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

জাতীয়

ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল করল ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৩০, অক্টোবর ৫, ২০১৮
ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল করল ইসি ছবি: সংগৃহীত

ঢাকাঃ ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন নামে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কসিশন (ইসি)। বৃহস্পতিবার ইসি সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

ইসি সূত্র জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৯০ এর বি অনুযায়ি নিবন্ধন নিলেও এ আইনের বিধান অনুযায়ী কেন্দ্রীয় দপ্তর, এক তৃতীয়াংশ প্রশাসনিক জেলা ও ১০০ উপজেলা/থানায় কার্যকর দপ্তরের সমর্থনে প্রমাণিক দলিলাদিসমূহ নির্ধারিত সময়ের মধ্যে জমা দেয়ার শর্ত থাকলেও দলটি তা করেনি।

তাই নিবন্ধন শর্ত পূরণ না করায় দলটির নিবন্ধন বাতিল করা হয় বলেও জানায় ইসি সূত্র।

ইসির নিবন্ধনের তালিকায় ২৯ নম্বরে থাকা দলটি ২০০৮ সালে নিবন্ধিত হয়েছিল।

বাংলাদেশ সময়: ০০২৬ ঘণ্টা, ০৫ অক্টোবর, ২০১৮
এমআইএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।