ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫২, সেপ্টেম্বর ২৯, ২০১৮
কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলায় বজ্রপাতে শহিদ মিয়া (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সদর উপজেলার বৌলাই ইউনিয়নের বরাটি চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শহিদ মিয়া বরাটি চরপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে কৃষি জমি পরিচর্যার কাজ করতে যান শহিদ মিয়া। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

স্থানীয় বৌলাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আওলাদ হোসেন বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।