ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

কালাইয়ে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩১, সেপ্টেম্বর ২৯, ২০১৮
কালাইয়ে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জয়পুরহাট: জয়পুরহাটের কালাই উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকার একটি ভবন থেকে পড়ে হাবিবুল ইসলাম (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে রুবেল হোসেন নামে অপর এক শ্রমিক।

শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুল কালাই পৌর শহরের কাজীপাড়া মহল্লার মোস্তফা ইসলামের ছেলে ও আহত রুবেল হোসেন একই মহল্লার বাসিন্দা।

কালাই থানার ভারপ্রাপ্ত করমকরতা (ওসি) আব্দুল লতিফ খান বাংলানিউজকে জানান, কালাই বাসস্ট্যান্ড এলাকায় কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিম পাশে ভাই ভাই সুপার মার্কেটের ৩ তলা ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলেন ওই দুই শ্রমিক। এ সময় অসাবধানতায় তারা ভবন থেকে পড়ে গেলে উদ্ধার করে প্রথমে তাদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  

পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য হাবিবুল ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।