ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

নাটোরে আত্রাই নদীতে নৌকাবাইচ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৭, সেপ্টেম্বর ২৯, ২০১৮
নাটোরে আত্রাই নদীতে নৌকাবাইচ  নৌকাবাইচের উদ্বোধন করেন পলক ও নৌকার প্রতিযোগিতা। ছবি: বাংলানিউজ

নাটোর: চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া উপজেলার আত্রাই নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আত্রাই নদীর গোডাউনপাড়া থেকে কতুয়াবাড়ী ঘাট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দূরত্বের এ প্রতিযোগিতায় তিনটি জেলার ১২টি নৌকা অংশগ্রহণ করে।

এসময় নদীতে শত শত নৌকায় ও নদীর উভয় তীরে হাজার হাজার মানুষ এ নৌকাবাইচ উপভোগ করেন।  

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বর্তমান সরকারের উদ্যোগ ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে অবহেলিত চলনবিল এলাকায় প্রাণের স্পন্দন সৃষ্টি হয়েছে।  

শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ, প্রযুক্তিসহ নানামুখী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে চলনবিল আজ আলোকিত ও অগ্রসর জনপদ। এসময় নৌকাবাইচ উৎসবে নৌকা প্রতীকে ভোট চাইলেন প্রতিমন্ত্রী পলক।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, উপজেলা নির্বাহী কর্মকর্ত সুশান্ত কুমার মাহাতো, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ ওহিদুর রহমান, সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম, নৌকাবাইচ উৎসবের আহ্বায়ক উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইটালি ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ। এর আগে সিংড়া ব্রিজ পয়েন্টে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।