ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

গ্রিন ইকোনমি প্রতিষ্ঠায় জোরালো ভূমিকা রাখতে পারে আসেপ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৩, সেপ্টেম্বর ২৯, ২০১৮
গ্রিন ইকোনমি প্রতিষ্ঠায় জোরালো ভূমিকা রাখতে পারে আসেপ

ঢাকা: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এশিয়া-ইউরোপিয়ান পার্লামেন্টারি পার্টনারশিপ (আসেপ) একটি গুরুত্বপূর্ণ জোট। এশিয়া ও ইউরোপের সংসদ সদস্যরা জলবায়ু পরিবর্তনের জটিল ও বিরূপ প্রভাব এখানে তুলে ধরতে পারেন। আসেপের মাধ্যমে এশিয়া ও ইউরোপের সংসদ সদস্যরা সম্মিলিতভাবে স্বোচ্চার হয়ে গ্রিন হাউজ গ্যাসের নির্গমন কমিয়ে ও বৈশ্বিক গড় তাপমাত্রা স্থিতিশীল রেখে গ্রিন ইকোনমি প্রতিষ্ঠায় জোরালো ভূমিকা রাখতে পারে।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) ব্রাসেলসে ইউরোপিয়ান পার্লামেন্টে দশম এশিয়া-ইউরোপিয়ান পার্লামেন্টারি পার্টনারশিপ মিটিং (আসেপ-১০) এর উদ্বোধনী অনুষ্ঠানে ‘ক্লাইমেট চেঞ্জ: চ্যালেঞ্জ ফর মাল্টিল্যাটারালিজম’ শীর্ষক প্ল্যানারি সেশনে বক্তৃতায় একথা বলেন বাংলাদেশ জাতীয় সংসেদর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।  

তিনি বলেন, সংসদীয় কূটনীতি বিস্তারের মাধ্যমে আসেপ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিরসন ও এসডিজি অর্জন সহজ করতে পারে।

কেননা জনগণের প্রতিনিধি হিসেবে জনসাধারণের জীবনমানের ইতিবাচক পরিবর্তন নিয়ে কাজ করাই সংসদ সদস্যদের মূল  দায়িত্ব। এক্ষেত্রে আসেপ এশিয়া ও ইউরোপীয় সংসদ সদস্যদের একত্রিতভাবে একই কণ্ঠে কথা বলার সুযোগ করে দিয়েছে।

স্পিকার বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্তদের টেকসই উন্নয়ন নিশ্চিত করা খুবই চ্যালেঞ্জিং। জলবায়ু পরিবর্তনের প্রভাব কোনো আঞ্চলিক বিষয় নয়, ফলে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পদক্ষেপগুলো হতে হবে বৈশ্বিক।  

এ সময় তিনি স্থানীয়, জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিকল্পনা এবং কর্মপন্থা নির্ধারণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অর্থপূর্ণ অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।