ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বাগেরহাটে নৌকাবাইচ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২১, সেপ্টেম্বর ২৯, ২০১৮
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বাগেরহাটে নৌকাবাইচ চিত্রা নদীতে নৌকাবাইচ। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালন উপলক্ষে বাগেরহাটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জেলার ফকিরহাট  উপজেলার চিত্রা নদীতে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।  

এতে বিভিন্ন জেলার ১৪টি নৌকা অংশগ্রহণ করে।

নৌকাবাইচে চিতলমারীর কলিগাতি গ্রামের নৌকা চ্যাম্পিয়ন হয়। ফকিরহাটের রুদ্রগাতির নৌকা রানার্সআপ এবং কলকলিয়া গ্রামের নৌকা তৃতীয় স্থান অধিকার করে।

নৌকাবাইচ শেষে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কেটে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-মূলঘর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট হিটলার গোলদার, মো. আবু বক্কর, ইউপি সদস্য অনাদী বিশ্বাস, সন্দীপ বিশ্বাস, শেখ সিহাব উদ্দিন, এমএমসি মেহেদী হাসান, নাজমুল হুসাইন, আকাশ  বিশ্বাস, সুমন মল্লিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।