ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

বরিশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১১, সেপ্টেম্বর ২৮, ২০১৮
বরিশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৩

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওয়ার্কশপ মালিকসহ ৩ জন আহত হয়েছেন। 

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বাকেরগঞ্জ পৌর শহরের সদররোডস্থ সুমাইয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হঠাত বিকট শব্দ হলে আশপাশের মানুষ আতঙ্কে ছোটাছুটি শুরু করে।

পরে দেখা যায় সুমাইয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের একটি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটেছে।

এতে ওই ওয়ার্কশপের দেয়াল ধস, সিলিং ক্ষতিগ্রস্ত হওয়াসহ পাশের একটি লাইব্রেরি ও একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।

ওই বিস্ফোরণে ওয়ার্কশপ মালিক মো. সবুজ হাওলাদার (৩৫) এবং তার দুই কর্মচারী মো. আলাউদ্দিন (১৮) ও মো. মানিক  আহত হলে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান জানান, সুমাইয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে তিনজন আহত হন। এসময় পাশে থাকা বই ও ওষুধের দোকানও ক্ষতিগ্রস্ত হয়।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এমএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।