ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

হবিগঞ্জে ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৬, সেপ্টেম্বর ২৮, ২০১৮
হবিগঞ্জে ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস ভ্রাম্যমাণ আদালতের অভিযান পুড়ালো ড্রেজার মেশিন

হবিগঞ্জ: হবিগঞ্জে খোয়াই নদীতে ব্রিজের ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দু’টি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সাঁতরে পালিয়ে যায় চার বালু উত্তোলনকারী।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে খোয়াই নদীর মাছুলিয়া এলাকায় হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন আরাফাত রানা ও সজিব কান্তি রুদ্র এ অভিযান পরিচালনা করেন।  

ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা বাংলানিউজকে জানান, বালু মহাল ও মাটি ভরাট আইন-২০১০ এ উল্লেখ রয়েছে- ব্রিজের এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন করা নিষিদ্ধ।

কিন্তু আইন অমান্য করে একটি মহল ওই এলাকা থেকে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালালে উত্তোলনকারীরা পালিয়ে যায়। পরে দু’টি ড্রেজার মেশিন জব্দ করে আগুনে পুড়ানো হয়েছে।

অভিযানকালে হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ উপস্থিত ছিল বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।