ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

বাল্যবিয়েকে লাল কার্ড দেখিয়েছে ৫০০ ছাত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৬, সেপ্টেম্বর ২৭, ২০১৮
বাল্যবিয়েকে লাল কার্ড দেখিয়েছে ৫০০ ছাত্রী বাল্যবিয়েকে লাল কার্ড

হবিগঞ্জ: বাল্যবিয়েকে লাল কার্ড দেখিয়েছে হবিগঞ্জের চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাঁচ শতাধিক স্কুলছাত্রী। একই সঙ্গে ১৮ বছরের আগে তারা বিয়ে করবে না বলেও শপথ বাক্য পাঠ করেছে।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শপথ বাক্য পাঠ করান সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার।  

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় ইনাতাবাদ পল্লি সমাজের উদ্যোগে ও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সত্যেন্দ্র চন্দ্র দেব।

বিশেষ অতিথি ছিলেন- ব্র্যাক কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা প্রশান্ত কুমার দেব, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক কাজী সুজন, ব্র্যাকের ডি এম নুরুজ্জামান, নুরুল আশিকি, চুনারুঘাট ব্র্যাকের কর্মকর্তা অল্লিকা দাশ, সহকারী শিক্ষক সুরঞ্জন দেব, শেখ জামাল আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।