ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

কুড়িগ্রামে পালিত হচ্ছে সৈয়দ হকের ২য় মৃত্যুবার্ষিকী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৭, সেপ্টেম্বর ২৭, ২০১৮
কুড়িগ্রামে পালিত হচ্ছে সৈয়দ হকের ২য় মৃত্যুবার্ষিকী আলোচনা সভা

কুড়িগ্রাম: জন্মস্থান কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হচ্ছে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ প্রাঙ্গনে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, জেলা পুলিশ, কুড়িগ্রাম পৌরসভা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুড়িগ্রাম সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন।

পরে নিরবতা পালন ও কবির রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাতের পর জেলা প্রশাসক সুলতানা পারভীনের নেতৃত্বে একটি শোক র‌্যালী বের করা হয়।  

র‌্যালী শেষে কুড়িগ্রাম কালেক্টরেট ভবনের স্বপ্নকুঁড়ি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

আলোচনা সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. এস এম আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. আব্রাহাম লিংকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজ, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, প্রেসক্লাব সভাপতি আহসান হাবীব নীলু প্রমুখ।

সৈয়দ শামসুল হক ২০১৬ সালের এই দিনে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শেষ ইচ্ছানুযায়ী জন্মস্থান কুড়িগ্রামের সরকারি কলেজ চত্বরের প্রধান ফটকের পাশে তাকে সমাহিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এফইএস/এএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।