ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ইইউ’র উদ্বেগ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৪, সেপ্টেম্বর ২৭, ২০১৮
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ইইউ’র উদ্বেগ ইউরোপীয় ইউনিয়নের লোগো

ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ জাতীয় সংসদে পাস হওয়ার পরিপ্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই আইনের বেশ কয়েকটি ধারার ফলে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি বিচারিক প্রক্রিয়ার ভীত ক্ষতিগ্রস্ত হবে বলেও মনে করে সংস্থাটি। 

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকার ইউরোপীয় ইউনিয়ন অফিস থেকে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও উল্লেখ করা হয়, গত মে মাসে ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ’র সময় গৃহীত প্রতিশ্রুতিগুলি অনুসরণের লক্ষ্যে বাংলাদেশ আলোচনা চালিয়ে যাচ্ছে।

সে কারণেই মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র,  নাগরিক ও রাজনৈতিক অধিকার, বাংলাদেশের সংবিধান ও আন্তর্জাতিক চুক্তির সঙ্গে সঙ্গতি বজায় রেখে ডিজিটাল নিরাপত্তা আইন করার জন্য আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।  

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি রেনেসা তিরিঙ্কসহ ১০টি মিশনের প্রধান এই যৌথ বিবৃতিতে সই করেছেন।   

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর, ২০১৮
টিআর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।