ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে খাগড়াছড়িতে র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪০, সেপ্টেম্বর ২৭, ২০১৮
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে খাগড়াছড়িতে র‌্যালি

খাগড়াছড়ি: ‘পর্যটন শিল্পের বিকাশে তথ্য প্রযুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়।  

বাংলাদেশ পর্যটন করপোরেশন খাগড়াছড়ি ইউনিটের উদ্যোগে আয়োজিত র‌্যালির নেতৃত্ব দেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।


 
এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আহমার উজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেন, সিভিল সার্জন মো. শাহ আলম, জেলা পরিষদের সদস্য ও পর্যটন বিভাগের আহ্বায়ক নিগার সুলতানা প্রমুখ।  

এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ পর্যটন সংশ্লিষ্ট নেতাদের র‌্যালিতে অংশ নেন। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়।
 
বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।