ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

বিকেলে বের হওয়া উদ্যমী রবিন রাতে ফিরলেন নিথর হয়ে

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫২, সেপ্টেম্বর ২৭, ২০১৮
বিকেলে বের হওয়া উদ্যমী রবিন রাতে ফিরলেন নিথর হয়ে

ঈশ্বরদী (পাবনা): বিকেলে বাড়ি থেকে বের হয়েছিলেন এক কর্মোদ্যম তরুণ হিসেবে। কিন্তু ঘণ্টাকয়েক পর রাতে ফিরলো তার নিথরদেহ।

পাবনার রূপপুর পারমাণবিক প্রকল্পের নির্মাণ শ্রমিক রবিন আলী (২০) বুধবার (২৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে পদ্মা নদীর পাড়ে বালু-সিমেন্ট মেশানোর কাজ করার সময় বালুর চাপায় পড়ে প্রাণ হারিয়েছেন।

জেলার ঈশ্বরদী পৌর এলাকার পিয়ারাখালী মহল্লার ঝালমুড়ি বিক্রেতা মসলেম উদ্দিনের ছোট ছেলে রবিন প্রকল্পের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের কর্মরত শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও কর্মরত শ্রমিক আল-আমিন বাংলানিউজকে জানান, ম্যাক্স’র ১নং সাইটে বালু ও সিমেন্ট মেশানোর কাজ করছিলেন রবিন। এ সময় ট্রাক ড্রাইভারের অসাবধানতাবশতঃ বালুর চাপে খাদে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তখন সহকর্মীরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  

তবে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক কাবেরী সাহা বাংলানিউজকে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই রবিন মারা যান।

এ ব্যাপারে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বাংলানিউজকে জানান, ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। মরদেহ ময়না-তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৩৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।