ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

বরিশালে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৬, সেপ্টেম্বর ১৮, ২০১৮
বরিশালে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় নিখোঁজ হওয়ার একদিন পর সিয়াম হোসেন (১০) নামে বাকপ্রতিবন্ধী একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বেলুহার গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সিয়াম ওই গ্রামের বাসিন্দা শাহাদাৎ মীরের ছেলে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রাজ্জাক মোল্লা বাংলানিউজকে জানান, সোমবার (১৭ সেপ্টেম্বর) সকালে রহস্যজনকভাবে বাড়ি থেকে নিখোঁজ হয় সিয়াম। মঙ্গলবার সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।