ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

বরিশালে বধ্যভূমি নিয়ে মহাপরিকল্পনার উদ্যোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৩, সেপ্টেম্বর ১৮, ২০১৮
বরিশালে বধ্যভূমি নিয়ে মহাপরিকল্পনার উদ্যোগ বরিশালে ত্রিশ গোডাউন সংলগ্ন বধ্যভূমি

বরিশাল: বরিশালে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ত্রিশ গোডাউন সংলগ্ন বধ্যভূমিকে আগামী প্রজন্মের সামনে যথার্থভাবে তুলে ধরতে মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে। 

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে বরিশাল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের কর্মকর্তারা বধ্যভূমি এলাকা পরিদর্শন করেন।  

জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের উপস্থিতিতে পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস সাংবাদিকদের বলেন, মুক্তিযুদ্ধের সময় এখানে অনেক মুক্তিযোদ্ধা, মুক্তিকামী নারী-পুরুষকে এনে হানাদার বাহিনী নির্মম নির্যাতন চালিয়ে হত্যা করেছে।

তাদের স্বজনরা এখনও এখানে আসেন। আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দিতে বধ্যভূমি সংরক্ষণে মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে। এজন্য শিগগির জেলা প্রশাসন কাজ শুরু করবে।  

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।