ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

বরিশালে ধারালো অস্ত্রসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৫, সেপ্টেম্বর ১৭, ২০১৮
বরিশালে ধারালো অস্ত্রসহ আটক ৩

বরিশাল: বরিশাল নগরের কলেজ এভিনিউ এলাকায় অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে ৯৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রোববার (১৬ সেপ্টেম্বর) রাতে র‌্যাবের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা যায় রোববার (১৬ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে।

অভিযানে পটুয়াখালীর বাউফল থানার কাচিপাড়া এলাকার মো. মাসুদ ইসলাম (৩০), একই থানার ধুলিয়া এলাকার মো. মিঠুন রারী (১৯) ‍ও বরিশালের কোতোয়ালি মডেল থানার মহন্দকাঠী এলাকার মো. রিমন হাওলাদারকে (১৯) আটক করা হয়। তারা বর্তমানে বরিশালের বিভিন্ন এলাকায় বসবাস করতো।

আটকদের কাছ থেকে ৯৯ পিস ইয়াবা, একটি দা, তিনটি ছোরা ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মো. মামুনুর রশিদ খান বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এমএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।