ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

খিলগাঁওয়ে ‘তরঙ্গ’ বাসের ধাক্কায় নিহত ১, বাসে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২০, সেপ্টেম্বর ১৭, ২০১৮
খিলগাঁওয়ে ‘তরঙ্গ’ বাসের ধাক্কায় নিহত ১, বাসে আগুন

ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকায় তরঙ্গ পরিবহনের একটি বাসের ধাক্কায় মনির হোসেন (১৭) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা ঘাতক বাসে আগুন ধরিয়ে দেয়।

রোববার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য মনিরের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ত্রিমোহনী ব্রিজের ওপর যাত্রীবাহী তরঙ্গ পরিবহনের বাসের ধাক্কায় ঘটনাস্থলেই অটোরিকশা চালক মনিরের মৃত্যু হয়। এসময় অটোরিকশায় থাকা তিন যাত্রী আহত হন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

তিনি আরও জানান, এ ঘটনার সঙ্গে সঙ্গে উত্তেজিত জনতা বাসটিতে আগুন দেয়। তবে চালককে কোথাও পাওয়া যাচ্ছে না। পুলিশ বাসটি জব্দ করেছে।

বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এজেডএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।