ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

নড়াইলে ৪ মাদকবিক্রেতাসহ আটক ২৯ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৫, সেপ্টেম্বর ১৫, ২০১৮
নড়াইলে ৪ মাদকবিক্রেতাসহ আটক ২৯ 

নড়াইল: নড়াইলে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪ মাদকবিক্রেতাসহ ২৯ জনকে আটক করে পুলিশ। আটক ৪ মাদকবিক্রেতার কাছ থেকে ১৩০ পিস ইয়াবা ও ১৩ লিটার দেশি মদ জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) দুপুর থেকে শনিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের নাম-পরিচয় জানা যায়নি।



পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল সদর থানা থেকে ছয়জন, লোহাগড়া থেকে সাতজন, কালিয়া থেকে ১১ জন এবং নড়াগাতি থানা থেকে পাঁচজনকে আটক করা হয়। আটকদের নামে নড়াইলের বিভিন্ন থানায় মামলা ও অভিযোগ রয়েছে।
জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ