ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

কিশোরগঞ্জে রোড ডিভাইডার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫২, সেপ্টেম্বর ১২, ২০১৮
কিশোরগঞ্জে রোড ডিভাইডার উদ্বোধন রোড ডিভাইডারের উদ্বোধন করেন এসপি মো. মাশরুকুর রহমান খালেদ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ শহরের যানজট ও সড়ক নিরাপত্তায় রোড ডিভাইডার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের গাইটাল বটতলা মোড়ে এ কার্যক্রম উদ্বোধন করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর রহমান খালেদ।  

কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক লেলিন রায়হান শুভ্র শাহীন, কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুশামা মো. ইকবাল হায়াত, সহযোগিতা প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজার এস এম আবু হাসান প্রমুখ।

 

জেলা পুলিশ ও কিশোরগঞ্জ পৌরসভার ব্যবস্থাপনায় এ কার্যক্রম চালু করা হয়েছে। পর্যায়ক্রমে পুরো জেলা শহরের যানজট ও সড়ক নিরাপত্তায় এর পরিধি বাড়ানো হবে।
 
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।