ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

রামেক হাসপাতলে রোগীর স্বজনদের ভাঙচুর, নার্সদের বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৪, সেপ্টেম্বর ১২, ২০১৮
রামেক হাসপাতলে রোগীর স্বজনদের ভাঙচুর, নার্সদের বিক্ষোভ চিকিৎসাসেবা বন্ধ করে বিক্ষোভ করছেন নার্সরা। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসা অবহেলার অভিযোগ রোগীর স্বজনদের সঙ্গে কর্তব্যরত নার্সদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাসেবা বন্ধ করে বিক্ষোভ করছেন নার্সরা।

বুধবার (১২ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে। পরে এ ঘটনায় ঘটনাস্থল থেকে রামেক হাসপাতাল পুলিশ বক্সের সদস্যরা তিনজনকে আটক করেছে।

 

রাজশাহী মহানগর পুলিশের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, হাসপাতালের ৮নং ওয়ার্ডে রোগীকে স্যালাইন দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। এ সময় ওই ওয়ার্ডের জানালার কাঁচও ভাঙচুর করেছেন রোগীর বিক্ষুব্ধ স্বজনরা। পরে হাসপাতাল বক্স পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় তিনজনকে আটক করা হয়; যাদের থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।  

এদিকে এ ঘটনার প্রতিবাদে অঘোষিত কর্মবিরতিতে চলে গেছেন নার্সরা। তারা হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।  

হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন বলে  জানিয়েছেন তারা।  

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।