বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বিকেলে জাপানে অবস্থিত আইচি বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে সেখানকার বাংলাদেশি গবেষকদের সংগঠন ‘ইয়াং বায়োমেডিকেল রিসার্চার ফোরাম’ এ সংবর্ধনা দেন।
জানা যায়, বাংলাদেশে কালাজ্বর যখন ব্যাপক প্রাদুর্ভাব দেখা যায় তখন প্রফেসর ইতো বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ইয়াং বায়োমেডিকেল রিসার্চার ফোরামের উপদেষ্টা ডা. আমিনুল হক শাহীন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ইতো বলেন, বাংলাদেশকে আমি ভালোবাসি। এদেশের মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক তৈরি হয়েছে। তোমাদের জন্য শুভ কামনা।
এছাড়াও বক্তব্য রাখেন- ইমার্জেন্সি ও ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের গবেষক মনিরুল ইসলাম শাফিন, ডায়াবেটিক বিশেষজ্ঞ ও গবেষক ডা. শরীফ মহিউদ্দিন, বায়োক্যামেস্টি বিভাগের গবেষক লুতফর রহমান, ও ফিজিওলজি বিভাগের গবেষক জুনায়েদ নাঈম, মলিকুলার মেডিসিন বিভাগের ফেলো গবেষক শামিমা ইসলাম সোমা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
এনটি