ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সৌদি আরব গেলেন বিমানবাহিনী প্রধান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৮, এপ্রিল ২১, ২০১৮
সৌদি আরব গেলেন বিমানবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার।

ঢাকা: পাঁচ দিনের সরকারি সফরে সৌদি আরবের গেলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার।

শনিবার (২১ এপ্রিল) বিমানবাহিনী প্রধান সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

সৌদি আরব সফরকালে তিনি সি-১৩০ পরিবহন বিমানের মেইনটেন্যান্স, রিপেয়ারিং এবং ওভারহোলিং সংক্রান্ত সুযোগ-সুবিধা পরিদর্শন করবেন।

বিমানবাহিনী প্রধান সৌদি আরব অবস্থানকালে ওইদেশের চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফয়েদ বিন হ'মাদ আল রাওয়াইলি, রাজকীয় সৌদি বিমান বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল স্টাফ তুর্কি বিন বন্দর বিন আব্দুল আজিজসহ ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় সভা করবেন। এছাড়াও তিনি সফরকালে সৌদি আরবের রিয়াদে অবস্থিত আল-সালাম অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি, জেদ্দার কিং আব্দুল্লাহ বিমান ঘাঁটি এবং কিং ফাহাদ গ্লোরিয়াস কুরান প্রিন্টিং কমপ্লেক্স পরিদর্শন করবেন।

বিমানবাহিনী প্রধানের সৌদি আরব সফর দু’দেশের বিমান বাহিনীর সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
পিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।