ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাল্যবিয়ের বিরুদ্ধে ২ হাজার শিক্ষার্থীর শপথ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৭, এপ্রিল ২১, ২০১৮
বাল্যবিয়ের বিরুদ্ধে ২ হাজার শিক্ষার্থীর শপথ দুই হাজার শিক্ষার্থীর শপথ। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: বাল্যবিয়ে, মাদক, জঙ্গিবাদ ও যৌন হয়রানির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুই হাজার শিক্ষার্থী। এ সময় জলবায়ু পরিবর্তন থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বনায়নের প্রত্যয় ব্যক্ত করে তারা।

শনিবার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার বড়হর স্কুল অ্যান্ড কলেজ মাঠে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ বিন হাবিব।

আরও উপস্থিত ছিলেন- বড়হর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জহুরুল হাসান নান্নু ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সাইদ বাদশাহ।

শপথ অনুষ্ঠান শেষে আলোকিত উল্লাপাড়ার উপদেষ্টা সেলিম রেজা, নিউ লাইট জেনারেল হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক নাজিরুল বাশার ও ব্যাংকার আবুল হোসেনের অর্থায়নে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।