ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কুষ্টিয়ায় ৮ম শ্রেণির ছাত্র নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৩, এপ্রিল ২১, ২০১৮
কুষ্টিয়ায় ৮ম শ্রেণির ছাত্র নিখোঁজ মাসুদ রানা

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মাসুদ রানা (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়ে গেছে।

শনিবার (২১ এপ্রিল) দুপুরে মিরপুর থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ৮১২) করা হয়।

মাসুদ উপজেলার মালিহাদ ইউনিয়নের ঝুটিয়াডাঙ্গা গ্রামের আব্দুল খালেকের ছেলে এবং হাটবোয়ালিয়া নতুন কুড়ি আইডিয়াল স্কুলের ৮ম শ্রেণির ছাত্র।

মাসুদের ভাই সাহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার সকালে বাইসাইকেলে করে আমার ভাই স্কুলে যাওয়ার জন্য রওনা হয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। এসময় তার সঙ্গে স্কুল ব্যাগ ছিল।

তিনি আরো বলেন, যদি কেউ আমার ভাইয়ের সন্ধান পান তাহলে ০১৭৮৮-৬৫৫৮৮৩ এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। তবে আমার ভাই নিখোঁজ না অপহৃত তা আমরা বুঝতে পারছি না।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।