ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শিবগঞ্জে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৯, এপ্রিল ২১, ২০১৮
শিবগঞ্জে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাজার থেকে সেতাব আলী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ এপ্রিল) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। সেতাব আলী পৌর এলাকার চক দৌলতপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।

শিবগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) জুয়েল বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, শনিবার সকালে পদ্মা সিনেমা হলের পেছনে কামার পট্টিতে গলায় ফাঁস লাগানো মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের সদস্যদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়। এ বিষয়ে শিবগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।