ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গাজীপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত    

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:১৩, এপ্রিল ২০, ২০১৮
গাজীপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত     দুর্ঘটনাকবলিত বাস-ছবি-বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনের মিরেরবাজার এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে মোখর উদ্দিন (৪০) নামে ট্রাকচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে তিনজন। 

শুক্রবার (২০ এপ্রিল) সকাল ৬টার দিকে মিরেরবাজার এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মোখর উদ্দিন শরীয়তপুরের নড়িয়া থানার দিনারা এলাকার আয়েজ উদ্দিনের ছেলে।

আহতেরা হলেন- মিজানুর ইসলাম (৪৫), মো. হালিম ও খোকন মিয়া।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, মিরেরবাজার এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ বাইপাস সড়কে গাজীপুর চৌরাস্তাগামী একটি বাসের সঙ্গে বিপরিতগামী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক মোখর উদ্দিনসহ চারজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নেয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ট্রাকচালক মোখর উদ্দিনকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, ২০ এপ্রিল, ২০১৮
আরএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।