ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজধানীতে পুলিশ গুলিতে মাদক ব্যবসায়ী আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৩, এপ্রিল ১৯, ২০১৮
রাজধানীতে পুলিশ গুলিতে মাদক ব্যবসায়ী আহত

ঢাকা: রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদক ব্যাবসায়ীদের গুলিতে তিন পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশের পাল্টা গুলিতে জুয়েল (২১)নামে এক মাদক ব্যাবসায়ী আহত হয়েছে। 

বৃহস্পতিবার(১৯ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে গুলিবিদ্ধ জুয়েলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে পুলিশ।

গেন্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম বাংলানিউজকে বলেন, একটি বড় ইয়াবার চালান আসছে এমন তথ্যের ভিত্তিতে গেন্ডারিয়া এলাকার সাধনার গলিতে পুলিশ অবস্থান নেয়।

মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে বশির, মহসিন ও মোশারফ নামের তিন পুলিশ সদস্য আহত হয়।  

বশির ও মহসিনের পায়ে মোশারফ হাতে আঘাত পেয়েছেন। পুলিশ পাল্টা গুলি চালালে মাদক ব্যাবসায়ী জুয়েল গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে ইয়াবা বিক্রেতা সোনিয়া ও আটক করে পুলিশ।

আটককৃতদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

মাদক বিক্রেতার গুলিতে আহত দুই এএসআইসহ ৩ পুলিশ

বাংলাদেশ সময়: ০৪১৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮ 
এজেডএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।