ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কিশোরগঞ্জে কবিরাজকে কুপিয়ে হত্যা, যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৫, এপ্রিল ১৯, ২০১৮
কিশোরগঞ্জে কবিরাজকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে চাঁন মিয়া (৪২) নামে এক কবিরাজকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জাকির হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার সতাল পাক্কার মাথা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। চাঁন মিয়া উপজেলার যশোদল আমাটি শিবপুরের মৃত মোতালিব মিয়ার ছেলে।

তিনি এলাকায় কবিরাজি ছাড়াও কাঠমিস্ত্রির কাজ করতেন।

অন্যদিকে, আটক জাকির একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় বিপ্লব নামে এক সহযোগীকে নিয়ে বাড়ি ফিরছিলেন চাঁন মিয়া। এসময় পূর্ব বিরোধের জের ধরে তাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন জাকির। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক চাঁন মিয়াকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুশামা ইকবাল হায়াত বাংলানিউজকে বলেন, ঘটনার পর রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে জাকিরকে আটক করা হয়। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত দা’টিও উদ্ধার করা হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০২২৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।